• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় ১৭ জন রোহিঙ্গা উদ্ধার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০  

অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১৭জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শাপলাপুর বাহারছড়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পুলিশ জানায়, মানবপাচারকারী একটি চক্র নারীসহ কয়েকজন রোহিঙ্গাকে সাগরপথে মালয়েশিয়া নেয়ার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় চার নারীসহ ১৭ জনকে উদ্ধার করে তারা।  

এর আগে গত মঙ্গলবার ১৩৮ রোহিঙ্গাকে নিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ২১ জনের মরদেহ ও ৭৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকিরা এখনো নিখোঁজ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ