• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মালয়েশিয়ায় করোনার সর্বশেষ পরিস্থিতি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩শ’ ছাড়িয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত মারা গেছেন অন্তত ৫৩ জন। দেশটিতে এখনো কোনো বাংলাদেশি আক্রান্ত হননি। উৎকণ্ঠার পাশাপাশি বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে খাদ্য সঙ্কট।

মালয়েশিয়ায় বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দ্বিতীয় দফার লকডাউনে জোরদার করা হয়েছে নিরাপত্তা। মালয়েশিয়ার বেশ কয়েকটি শহরে কর্মহীন হয়ে পড়েছেন বহু বাংলাদেশি। এমন পরিস্থিতিতে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসীরা।

প্রবাসীরা বলছেন, মালয়েশিয়ার প্রবাসীরা অনেক ক্ষেত্রে না খেয়ে দিন কাটাচ্ছে। তারা কত কষ্টে দিন কাটাচ্ছে তা মানুষ বুঝতে পারছে না।

দৈনিক অথবা সাপ্তাহিক চুক্তির ভিত্তিতে কর্মরত প্রবাসীদের পাশাপাশি দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিরা অর্থ ও খাদ্য সঙ্কটে পড়েছেন। এদের সহযোগিতায় এগিয়ে এসেছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।
মালয়েশিয়ায় ব্যবসায়ী ও কমিউনিটি নেতা এম রেজাউল করিম রেজা বলেন, আমরা মালয়েশিয়া প্রবাসী অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি।
মালয়েশিয়া ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাশেদ বাদল, সাবইকে অনুরোধ করব অসহায়দের পাশে দাঁড়াতে।
মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মিজান চৌধুরী, সরকার থেকে বলা হয়েছে, কেউ যেন ঘর থেকে না বের হয়। নিয়মিত হাত ধোয়। সবাইকে সেটা মেনে চলতে হবে।
এদিকে মালয়েশিয়ায় চলমান লকডাউনে যে সব বাংলাদেশি কর্মী আটকা পড়েছেন তাদের অবিলম্বে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এমন বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব বলে মত সবার।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ