• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিশ্বে বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন কলকাতার ৮ সদস্যের প্রতিনিধি দল। রোববার সকাল সাড়ে ৯টায় উপ-হাই কমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রতিনিধি দলটি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধুর সমাধি স্থল ঘুর দেখেন ও বঙ্গবন্ধুর দূর্লভ ছবি বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সের কিউরেটর নূরুল হকের কাছে হস্তান্তর করেন। এ সময় উপ-হাই কমিশনার তৌফিক হাসানের সহধর্মীনি ইসমত জেরিন, দূতালয় প্রধান বি.এম জামাল হোসেন ও সহ-ধর্মিণী আবিদা সুলতানা, কন্স্যুলার মো: বশির উদ্দিন, শেখ সফিউল ইমাম, প্রথম সচিব (প্রেস) ড. মো: মোফাকখারুল ইকবাল ও সহ-ধর্মিণী ড. তাসমীমা বেগম, প্রথম সচিব (রাজনৈতিক-১) শামীমা ইয়াসমীন স্মৃতি ও দ্বিতীয় সচিব শেখ শাফিনুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শনিবার বিকালে যশোরের বেনাপোল স্থল বন্দর হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রতিনিধি দলটি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ