• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেছোবাঘের কোলজুড়ে এলো দুই বাচ্চা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

মৌলভীবাজারে সজলের মেছোবাঘ ফুটফুটে দুটি বাচ্চা প্রসব করেছে। এ বাচ্চা দুটি পুরোপুরিভাবে সুস্থ রয়েছে। মা বাঘ মরম যত্বে বাচ্চা দুটিকে আগলে রেখেছে। তবে বাচ্চার ক্ষতির কথা ভেবে, ভয়ে বাবাকে কাছে ভিড়তে দিচ্ছে না মা। আর এ ফুটফুটে বাঘের বাচ্চা এক নজর দেখতে ভিড় করছে অনেকে।
 

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, গত কয়েকদিন ধরেই খাঁচায় আটকানো মেছোবাঘ অন্যরকমের আচরণ করছিলো। তার মুনিব কাছে ভিড়লে তাকেও ধমক ধামক দিচ্ছিলো। সেই সাথে একই খাঁচায় রাখা বাচ্চার বাবাকেও হুমকি ধমকি দিয়ে আসছিলো। তখনই সজল দেব বুঝেছিলেন, তার পেটে বাচ্চা থাকায়, সে এমন আচরণ করছে।

অবশেষে শুক্রবার (২০ মার্চ) ভোরে মেছোবাঘ বাচ্চা দিয়েছে। তবে বাচ্চার বাবাকে একই খাঁচা থেকে সরিয়ে অন্য জাগায় রাখা হয়েছে। সজল দেব জানান, বাচ্চার চোখ এখনো ফুটেনি। সম্ভবতও দশ বারোদিন পর চোখ ফুটবে। মাকে সেবা শুশ্রূষা দেয়া হচ্ছে। খাবার হিসাবে আগে ফার্মের মুরগির মাংস দেয়া হতো। আজ দেশি আস্ত একটা মুরগি খেতে দেয়া হয়েছে। সেই সাথে কবুতরের মাংসও দেয়া হবে।
এর কারণ উল্লেখ করে বলা হয়েছে, কবুতর ও দেশি মুরগীতে প্রচুর টাটকা রক্ত আছে। এ রক্তযুক্ত টাটকা মাংস খেলে মা মেছোবাঘের বুকে দুধ আসবে বেশি করে। আর তা বাচ্চাকে খাওয়ালে বাচ্চা দুটি তাড়াতাড়ি বড় হয়ে উঠবে।
তিনি জানান, এ পর্যন্ত এ মেছোবাঘ তিনবারই বাচ্চা প্রসব করেছে। প্রথমবার দুটি, দ্বিতীয়বার একটি এবং সর্বশেষ এবার দুটি বাচ্চা দেয়। জানা গেছে, ২০১২ সালে হাইল হাওর এলাকা থেকে স্থানীয় লোকজন এই মেছোবাঘটি ধরে তাদের কাছে নিয়ে আসে। সেই সময় থেকে এই বাঘ তাদের তত্ত্বাবধানে রয়েছে।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ