• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মোমেনা চৌধুরীর ‘লালজমিন’ দিয়ে চালু হচ্ছে মঞ্চ নাটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২০  

করোনার শুরু থেকেই বন্ধ রয়েছে মঞ্চনাটক প্রদর্শনী। দীর্ঘদিন পর আসছে ২৮ আগস্ট চালু হতে যাচ্ছে নাটক প্রদর্শনী। জানা গেছে, এদিন সন্ধ্যায় রাজধানীর বেইলী রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহীম মিলনায়তনে মঞ্চে মঞ্চায়িত হবে একক নাটক ‘লালজমিন’।

শূন্যন রেপার্টরি প্রযোজিত এ নাটকটি লিখেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করছেন মোমেনা চৌধুরী। নাটক প্রদর্শনীর উদ্যোগটি নিয়েছেন এই অভিনেত্রীনিজেই। স্বাস্থ্যবিধি মেনে এটি হবে প্রদর্শিত হবে বলে জানান তিনি।

এদিকে গত ১৫ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বাস্থ্যবিধি মেনে শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করেছে। কিন্তু এখনো মঞ্চ দলের জন্য একাডেমির তালা খুলে দেয়া হয়নি। এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে শিল্পকলা একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে সারা দেশে নাট্য প্রদর্শনী বন্ধ ঘোষণা করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ