• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মার্চ ২০২০  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামগত অনেক উন্নয়ন হয়েছে। এখন আমাদের শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার মানুষ গড়ার স্বপ্ন দেখেছিলেন।

বৃহস্পতিবার (০৫ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গত ১০ বছরে শিক্ষার অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ভিত্তির উপর দাঁড়িয়ে শিক্ষার মান আরও উন্নয়ন করার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আমরা আগামীর উন্নয়ন ও পথ চলায় সবাইকে একত্রে চাই। 

কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাসের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহা-পরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক, সাবেক অধ্যক্ষ ড. এ.এসএম দেলওয়ার হোসেন। এর আগে, মন্ত্রী চাঁদপুর শহরের পুরান বাজার ডিগ্রি কলেজ ও চাঁদপুর সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ