• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্যালকের লাঠির আঘাতে  দুলাভাই দেলোয়ার হোসেন (৫০) নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার লক্ষণা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহত দেলোয়ারের লাশ উদ্ধারের পাশপাশি অভিযুক্ত শ্যালক দুলাল হাওলাদারকে আটক করেছে।

স্থানীয় সূত্র জানায়, নিহত দেলেয়ার হোসেন উপজেলার গুলিশা খালির লক্ষনা গ্রামের মৃত. ফকর উদ্দিনের ছেলে। তিনি দুই সন্তানের জনক। গত রবিবার রাতে লক্ষণা গ্রামের রাজ্জাক হাওলাদারের মাঠে একটি মাহফিল চলছিল। সেখানে ঝাল মুড়ি বিক্রি করছিলেন সেলিম মিয়া নামের ব্যক্তি। বাকিতে ঝাল মুড়ি খাওয়া নিয়ে সেলিমের সাথে তর্ক হয় মাহফিলে উপস্থিত দুলালের। এক পর্যায়ে দুলাল উত্তেজিত হয়ে পাশের বাড়ি থেকে লাঠি নিয়ে মারতে যান সেলিমকে। কিন্তু মুড়ি বিক্রেতা সেলিমকে মারতে মানা করেন দুলালের দুলাভাই দেলোয়ার হোসেন ও ছোট বোন শেফালি বেগম। শ্যালক দুলাল এ পর্যায়ে উত্তেজনার বশে দুলাভাই দেলোয়ারের মাথাতেই লাঠি দিয়ে আঘাত করেন। আহত দেলোয়ারকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্তর করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সোমবার সকালে দেলোয়ারের মুত্যু ঘটে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, নিহতের ভাই নূরুল ইসলাম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লাশের ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আসামি দুলালকে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ