• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সিলেটে সিক্সার্সে ইমরান তাহির ও নাওয়াজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

আইপিএলের ষষ্ঠ আসরে নিজেদের দলে নতুন দুই খেলোয়াড় যুক্ত করেছে সিলেট সিক্সার্স। গেলবারের আসরে তারা পাঁচে থেকে শেষ করেছে। কিন্তু এবার আইকন খেলোয়াড় হিসেবে ফর্মে থাকা লিটন দাসকে দলে ভিড়িয়েছে। ওদিকে ডেভিড ওয়ার্নার, নিকোলাস পরানরা আছেন। দেশি তারকাদের মধ্যে সাব্বির রহমান, নাসির হোসেন আছেন। এরই মধ্যে তারা দলে ভিড়িয়েছে দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির এবং পাকিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে।

সিলেটের পরিকল্পনা দেখে বোঝাই যায়, আসছে আসরে তারা শিরোপা লড়াইয়ে ভালো কিছু করতে চাই। সিলেট তাদের দলে তারকা এই দুই ক্রিকেটারকে অন্তভূক্ত করার ঘোষণাটি দলের নিজস্ব ফেসবুক পেজে নিশ্চিত করেছে।

ইমরান তাহিরকে দলে আনার ব্যাপারে তারা উচ্ছ্বাস প্রকাশ করে ফেসবুক পেজে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার এই গুগলি বিশেষজ্ঞ ইমরান তাহির এখন সিলেটে সিক্সার্সে। এছাড়া নাওয়াজকে দলে নেওয়ার ব্যাপারে লিখেছেন, আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী বিপিএলের আসরে নাওয়াজ সিক্সার্স পরিবারে অন্তভূক্ত হয়েছে।

সিলেটে অবশ্য বেশ কিছু বিশেষজ্ঞ স্পিনার আছেন। আইপিএল খেলা নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিচানে আছেন তাদের দলে। বাংলাদেশের অলক কাপালি আছেন। স্পিন ক্যাটাগরিতে আছেন, আফিফ, আল আমিন হোসাইন, নাবিল সামাদ, ফ্যাবিয়ান অ্যালেনরা। এছাড়া নাসির হোসেন, সাব্বির রহমান দলের প্রয়োজনে হাত ঘুরাতে পারেন। নাসির তো গেলবারের বিপিএলে বল হাতে ভালো করেছেন। এরপরও তাদের ইমরান তাহিরকে দলে আনার কারণ বোঝা দায়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ