• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৩ বছরের চুক্তিতে এভারটনে ব্রাজিলের এ্যালান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০  

ব্রাজিলিয়ান মিডফিল্ডার এ্যালানকে নাপোলি থেকে তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। বিভিন্ন সূত্রমতে জানা গেছে ২৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে নাপোলি থেকে এ্যালানকে উড়িয়ে এনেছে এভারটন।

২৯ বছর বয়সী এ্যালান নাপোলির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২০০’রও বেশী ম্যাচে ১১টি গোল করা ছাড়াও ১৬টি এসিস্ট করেছেন। গত মৌসুমে নাপোলিকে কোপা ইতালিয়া শিরোপা জয়ে সহযোগিতা করেছেন।

ক্লাবের এক বিবৃতিতে এ্যালান বলেছেন, ‘এভারটনের সাথে চুক্তি করতে পারাটা দারুন আনন্দের। সত্যিকার অর্থেই এখানে আসতে পেরে আমি দারুন খুশী। আশা করছি ক্যারিয়ারের অন্যান্য সময়ের মত এই ক্লাবের হয়ে অবদান রাখতে পারবো।’

ব্রাজিলের হয়ে ৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এ্যালান ২০১৯ সালে কোপা আমেরিকা জয়ী দলের সদস্য ছিলেন। এর মাধ্যমে এ্যালান আবারো ম্যানেজার কার্লো আনচেলত্তির সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন। এর আগে নাপোলির কোচ হিসেবে আনচেলত্তির অধীনে খেলেছেন এ্যালান।

গত মৌসুমে ১২তম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা এভারটন আগামী ১৩ সেপ্টেম্বর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ