• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৩১ মার্চ থেকে ফের নদী-খাল দখল উচ্ছেদ শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২১  

আগামী ৩১ মার্চ থেকে ছোট নদী, খাল ও জলাশয় দখল উচ্ছেদ কার্যক্রম ফের শুরু করতে যাচ্ছে পানিসম্পদ মন্ত্রণালয়। সে জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের নানা দিকনির্দেশনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।

পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সচিব বলেন, ‘একাধিক পর্যায়ে ২৩ হাজার ৮০২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি, যা আমাদের সাফল্য। উদ্ধারকৃত জায়গায় পুনর্দখল রোধে খনন বা বৃক্ষরোপণ বিবেচনা করা হবে। উচ্ছেদের কারণে মামলা হলে তা আইনগতভাবে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।’

পানিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার ৯৫টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে উচ্ছেদ অভিযানে ৫২ দশমিক ৭৮ শতাংশ অগ্রগতি হয়েছে। অবশিষ্ট ২১ হাজার ২৯৩টি স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়।

এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, অতিরিক্ত সচিব (প্রশাসন) আলম আরা বেগম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ফজলুর রশিদ, ‘৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন’ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আসাফুদ্দৌলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ