• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৭ ইটভাটায় জরিমানা ২৬ লাখ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২০  

বগুড়ার শাজাহানপুরে ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকসুদুল ইসলাম এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন। সোমবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকসুদুল ইসলাম জানান, শাজাহানপুর উপজেলার নয়মাইল বামুনীয়া এলাকায় অবস্থিত এমএইচএফ ব্রিকস, এমএইচএফ (জিগজ্যাগ), খলিশাকান্দি এলাকার এলজিবি ব্রিকস, এলজিবি ব্রিকস-২, সুমি ব্রিকস, এসএসবি ব্রিকস ও বগুড়া পৌরসভার সুজাবাদ এলাকার মেসার্স আরএসবি ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া এমএইচএফ ব্রিকস, এলজিবি ব্রিকস-২ ও মেসার্স আরএসবি ইটভাটা ভেঙ্গে ফেলা হয়েছে।
সূত্র জানায়, ইটভাটাগুলোতে নানা অনিয়ম থাকায় অর্থদণ্ড দেয়া হয়। এমএইচএফ ব্রিকস (চিমনী) পাঁচ লাখ, এমএইচএফ (জিগজ্যাগ) এক লাখ, এলজিবি ব্রিকস আড়াই লাখ, এলজিবি ব্রিকস-২ পাঁচ লাখ, সুমি ব্রিকস চার লাখ, এসএসবি আড়াই লাখ ও আরএসবি ইটভাটার ছয় লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ (সংশোধিত আইন ২০১৯) অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় তাদের সাজা দেয়া হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।  বন্ধ করে দেয়া ইটভাটা ফের চালু করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে ইটভাটা মালিকদেরকে সতর্ক করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ