• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রতিবন্ধী দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮  

২৭ তম আন্তর্জাতিক এবং ২০ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষ্যে গোপালগঞ্জে সোমবার সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জেলা প্রশাসন চত্বর থেকে সকাল ১০ টার দিকে একটি র‌্যালী জেলা প্রশাসক মো: মোকলেসুর রহমান সরকারের নেতৃত্বে বের হয় শহরে। র‌্যালীতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শান্তিমনি চাকমা,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচারক সমীর কুমার মল্লীক,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন প্রমুখ। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে ফিরে আসে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক সমীর মল্লিকের সভাপতিত্বে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লেয়াকত আলী লেকু,মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর প্রমুখ।।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ