• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-২, আহত-৪

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ মার্চ ২০২৪  

গোপালগঞ্জের কাশিয়ানীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর ৪জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আজ সোমবার(১১ মার্চ)খুব ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া ও ধুসর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে পিরোজপুরগামী প্রাইভেটকারের চালক বেপরোয়া ও দ্রুতগতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের সাথে সজোরে ধাক্কা লাগায়।এতে প্রাইভেটকারের চালক সোহাগ মোল্লা (২৫)ঘটনাস্থলেই নিহত হন ও প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ যাত্রী আহত হন।নিহত প্রাইভেট চালক নড়াইলের লোহাগাড়া উপজেলার রায়গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

অন্যদিকে, একই মহাসড়কে সকাল সাড়ে ৯টার দিকে ধুসর এলাকায় বাসের ধাক্কায় রিক্সা ভ্যানের চালক কুদ্দুছ মোল্লা(৫৫) মারাত্মক আহত হলে তাকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহত কুদ্দুছ মোল্রা কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের সামাদ মোল্লার ছেলে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে বুঝে দেয়া হয়েছে বলে পুলিশের ওই কর্মকর্তা জানান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ