• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বেবী নাজনীনের কষ্ট শুনে সাইকেল কিনে দিলেন ওসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

কলারোয়া কয়লা ইউনিয়নের বাসিন্দা বেবী নাজনীন দশম শ্রেণির ছাত্রী। প্রতিবেশী এক মেয়ের সাইকেল ধরায় কটু কথা শুনে মন ভেঙে গিয়েছিল তার। বাবা-মায়ের সামর্থ্য নেই সাইকেল কেনার। এ সমস্যার সমাধান জানতে তাই কাউকে কিছু না জানিয়ে ওসির কাছেই ফোন দেয় বেবী নাজনিন। ফোন পাওয়ার পর সেই ওসি সাইকেল কিনে দিয়েছেন বেবী নাজনীনকে।

বাড়ি থেকে বহুদূর হেঁটে গিয়ে বিদ্যালয়ে যেতে হত বেবী নাজনীনকে। স্কুলে যেতে ভ্যান খরচ দিতে না পারায় হেঁটেই স্কুলে যেতে হত। কষ্ট হলেও প্রতিদিনই স্কুলে যেত সে। এখন সে সাইকেলে করেই স্কুলে যেতে পারবে। মঙ্গলবার সন্ধ্যায় কলারোয়া থানায় বেবী নাজনীনের কাছে সাইকেলটি হস্তান্তর করা হয়।

সাইকেল পেয়ে হাসি ফুটেছে বেবী নাজনিনের মুখে। এলাকাবাসীও ওসির প্রশংসার পঞ্চমুখ। ওসি মনিরুজ্জামান বলেন, আমারও সন্তান রয়েছে। নিজের সন্তান ভেবে মেয়েটিকে বিদ্যালয়ে যাওয়ার জন্য একটি বাইসাইকেল কিনে দিয়েছি। সাইকেলটি পেয়ে মেয়েটি খুব খুশি হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ