• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বাগেরহাটের সন্ত্রাসীদের বোমা হামলায় বিএনপি নেতা নিহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

বাগেরহাটের রামপালে সন্ত্রাসীদের বোমা হামলায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা মঈনুদ্দিন আখতার (৫২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামপাল উপজেলার ভরসাপুর বাজার এলাকায় একদল সন্ত্রাসী তার উপর বোমা হামলা করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

 

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়। তিনি জানান, 'বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা মঈনুদ্দিন আখতার ভরসাপুর বাজারের ভেতরের রাস্তায় নজু শেখ নামে এক ব্যক্তির সাথে কথা বলছিলেন। এ সময় একদল অজ্ঞাত সন্ত্রাসী পিছন থেকে তার উপর বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছোড়া বোমাটি বিকট শব্দে বিষ্ফোরিত হয় এবং চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় বিএনপি নেতা খাজা মঈনুদ্দিন আখতারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে কারা কি কারনে তার উপর বোমা হামলা চালিয়েছে তা অনুসন্ধান করতে পুলিশ কাজ শুরু করেছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি'।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক রিপন রায় রাত সাড়ে আটটার দিকে বলেন, 'বোমা হামলায় আহত খাজা মঈনুদ্দিন আখতারকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে আসার পথেই তার মৃত্যু হয়েছে বলে ধারনা করছি'।

রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন বলেন, 'খাজা মঈনুদ্দিন আখতার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার উপর যারা বোমা হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করতে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি'।

নিহত খাজা মঈনুদ্দিন আখতার রামপাল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উজলকুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বাড়ি রামপালের বামুনডহর গ্রামে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ