• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কঙ্গনার জীবনী নিয়ে সিনেমা!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০১৯  

নির্মিত হতে যাচ্ছে বলিউডের কুইন কঙ্গনা রনৌতের জীবনীভিত্তিক চলচ্চিত্র। সব ধরনের পরিকল্পনা শেষ। এবার কেবল সেটে বাতি জ্বলার অপেক্ষা। ‘বাহুবলী’ ছবির চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ লিখবেন কঙ্গনার জীবন। আর সেটিকে নির্দেশনা দেবেন কঙ্গনা নিজেই। অর্থাৎ নিজের জীবনীভিত্তিক ছবির পরিচালক হবেন তিনি নিজেই।

‘মনিকর্নিকা’ ছবিটি পরিচালনা করে ব্যাপক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন কঙ্গনা। তাই আর দেরি নয়। চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসেই শুরু করে দেবেন ছবিটি। এ নিয়ে জানতে চাইলে কঙ্গনা বলেন, ‘ঘটনা সত্য। শিগগিরই যে ছবির কাজে হাত দিতে যাচ্ছি, সেটা আমার নিজের জীবনীভিত্তিক। আমার চলচ্চিত্রযাত্রার নানা ঘটনাই পর্দায় ফুটিয়ে তুলতে চেষ্টা করব। আমার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা আমাকে যেভাবে চেনেন, ভালোবাসেন তাঁদের মতো করেই নিজেকে পর্দায় উপস্থাপন করব।’

ছবির চিত্রনাট্য কে ভি বিজয়েন্দ্র প্রসাদ লিখছেন। এ নিয়ে কঙ্গনা বলেন, ‘মাস তিনেক আগে তিনিই আমাকে বলেছিলেন যে তিনি আমার জীবনের ওপর একটি চিত্রনাট্য লিখতে চান। শুনেই আমি ভড়কে যাই। পরে যখন মাথায় এল যে তিনি তো বিজয়েন্দ্র স্যার! খারাপ হবে না। রাজি হয়ে গেলাম।’

আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা মানুষগুলোকে কীভাবে পারবেন দেখাতে? তিনি বলেন, আমার পথচলাটা আমার একার নয়। অনেক মানুষ জড়িয়ে ছিলেন আমার জীবনে। সুতরাং তাঁদের এই ছবিতে উপস্থাপন করা হবে। তবে কারও নাম উল্লেখ করব না। আসলে আমার জীবনের উত্থান-পতনগুলোই এ ছবির মূল গল্প হিসেবে তুলে ধরা হবে। শেষমেশ এটা হবে একজন সফল মেয়ের গল্প, যেকোনো যোগাযোগ বা গডফাদার ছাড়াই বলিউডে এসে সব মন্দের বিরুদ্ধে লড়াই করে টিকে গেছে। যে ‘গ্যাংস্টার’, ‘তানু ওয়েডস মানু’, ‘ফ্যাশন’, কুইন’, ‘মনিকর্নিকা’র মতো ছবিগুলো করেছে এবং তিনটি জাতীয় পুরস্কার জিতেছে।’

কঙ্গনা রনৌত অভিনীত ও পরিচালিত ‘মনিকর্নিকা’ ছবিটি ভারতীয় প্রেক্ষাগৃহগুলোতে তৃতীয় সপ্তাহের মতো চলছে। শিগগিরই কঙ্গনাকে দেখা যাবে ‘মেন্টাল হ্যায় কেয়া’ ও ‘পাঙ্গা’ ছবিতে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ