• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গ্রন্থমেলার শেষ দিন আজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

অমর একুশে গ্রন্থমেলার শেষ দিন আজ। বিদায়লগ্নে ক্রেতা বা পাঠক সমাগম একটু বেশিই হবে এটাই স্বাভাবিক। তবে বৃষ্টির কারণে অনেকেরই শঙ্কা রয়ে গেছে, কেমন হবে শেষ দিনের মেলা।

বইমেলায় শেষ মুহূর্তে কেনাকটা করতে অনেক পাঠক মাসব্যাপী তালিকা প্রস্তুত করেন; তাই তাদের কথা মাথায় রেখে মেলার সময় বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করেন অনেক লেখক ও পাঠক।  তবে মেলার কোনো সময় বাড়ছে না বলে জানিয়েছেন মেলার সদস্য সচিব জালাল আহমেদ।
তিনি বলেন, ‘মেলা যথারীতি নিয়মে বিকাল ৩টা থেকেই শুরু হবে। সন্ধ্যায় মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল বৃষ্টির কারণে সন্ধ্যা ৬টায় মেলা স্থগিত করে বাংলা একাডেমি।

এদিকে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে সমাপনী অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোঃ আবু হেনা মোস্তফা কামাল এনডিসি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

অনুষ্ঠানে কবি নির্মলেন্দু গুণকে কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০১৯ প্রদান করা হবে। এছাড়া অমর একুশে গ্রন্থমেলা-২০১৯ উপলক্ষ্যে বাংলা একাডেমি পরিচালিত চারটি গুণীজন স্মৃতি পুরস্কার, চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার-২০১৯, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৯, শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৯ প্রদান করা হবে।

সমাপনী সাংস্কৃতিক আয়োজন : আজ সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রন্থমেলার মূল মঞ্চে অমর একুশে গ্রন্থমেলার সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাত ৯টা ১০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানেও আয়োজন করা হয়েছে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ