• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

আমি সহিংসতা বরদাস্ত করব না’ : ফ্রান্সের প্রেসিডেন্ট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন।
জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে ম্যাক্রোঁর বিরুদ্ধে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। জ্বালানি মূল বাড়ার কারণে জীবনযাত্রার ব্যয়ও বেড়ে গেছে।
বুয়েনস আয়ার্সে জি২০ শীর্ষ সম্মেলনে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না।’
তিনি আরো বলেন, ‘এই সহিংসতাকারী অপরাধীরা পরিবর্তন চায় না, তারা উন্নয়ন চায় না। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।’
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘তাদেরকে সনাক্ত করে বিচারের সম্মুখীন করা হবে।’
তিনি বলেন, ‘আমি সব সময়ই সমলোচনা ও বিতর্ককে সম্মান করে এসেছি এবং আমি সব সময়ই বিরোধীদের কথা শুনবো। কিন্তু আমি কখনোই সহিংসতা বরদাস্ত করব না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ