• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

কাঁচা কাঁঠাল-মুরগির মাংস ভুনা রেসিপি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

কাঁচা কাঁঠাল বা এঁচোড় খেতে সব বাঙালিই পছন্দ করেন। আমিষ কিংবা নিরামিষ নানাভাবেই রান্না করা যায় এটি।

ঘরোয়া আয়োজন থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠানেও রাখতে পারেন এই পদ। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। রইলো রেসিপি-

আরও পড়ুন: কাঁচা আমের ক্যান্ডি তৈরির রেসিপি

উপকরণ

১. মুরগির মাংস পরিমাণমতো

২. কাঁচা কাঁঠাল ২৫০ গ্রাম

৩. আদা

৪. রসুন বাটা

৫. কাঁচা মরিচ

৬. জিরা বাটা

৭. শুকনো মরিচের গুঁড়া

৮. গরম মসলা

৯. তেজপাতা

১০. ঘি

১১. টমেটো কুচি ও

১২. গোটা গরম মসলা ইত্যাদি।

সব উপকরণ পরিমাণমতো নিতে হবে।

আরও পড়ুন: চা-কফি বা খাবার খাওয়ার সময় জিহ্বা পুড়ে গেলে করণীয়

পদ্ধতি

এঁচোড় সেদ্ধ করে পানি ফেলে দিন। এরপর প্যানে সরিষার তেল দিয়ে আস্ত গরম মসলা ও তেজপাতা সামান্য ভেজে মুরগির মাংসের ছোট ছোট টুকরো এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মাংস ভাজা ভাজা হলে এর মধ্যে লবণ, হলুদ, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও টমেটো পিউরি এসব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

এরপর আঁচ কমিয়ে ঢেকে রান্না করুন। কষানো হলে এর মধ্যে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল মিশিয়ে আবারও কষিয়ে নিন।

আরও পড়ুন: দুধের সঙ্গে যে খাবার খেলে হতে পারে বিপদ

প্রয়োজনে সামান্য গরম পানি মিশিয়ে নিন। এরপর চেখে দেখুন সব ঠিকঠাক আছে কি না। তারপ ঘি ও গরম মসলা গুঁড়া মিশিয়ে নিন।

বেশ মাখা মাখা হলে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল জিভে জল আনা কাঁচা কাঁঠাল দিয়ে মুরগির মাংস ভুনা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ