• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শুষ্ক ত্বকে মধু ব্যবহার করুন নিয়ম করে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

মধু নানা ধরনের রোগ নিরাময়ে দারুন উপকারী। এর ময়শ্চারাইজিং এবং পুষ্টিকর বৈশিষ্ট্য শুষ্ক ত্বকের জন্যও খুব কার্যকর। ত্বকে মধু ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি নিয়ম অনুসরণ করতে পারেন। এতে ত্বক হয়ে উঠবে কোমল ও মসৃণ। 

মধু মাস্ক ম্যাজিক: শুষ্ক ত্বকের জন্য মধুর মাস্ক ব্যবহার করতে পারেন। এর জন্য এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ দই মিশিয়ে মুখে লাগান। ১৫- ২০মিনিটের জন্য রেখে দিন। মধুর হিউমেক্ট্যান্ট বৈশিষ্ট্য ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। 

ক্লিনজিং : আপনার ক্লিনজিং রুটিনে মধু যোগ করুন। ত্বকে আর্দ্র ভাব বাড়ানোর জন্য নিয়মিত ক্লিনজারের সাথে মধু মিশিয়ে নিন। মধুতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বক পরিষ্কার করে ত্বককে কোমল রাখে।

মধুর স্ক্রাব: মধু, চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে একটি মৃদু এক্সফোলিয়েটিং স্ক্রাব তৈরি করুন। ত্বকের শুষ্কতা দূর করতে সপ্তাহে একবার এই স্ক্রাবটি ব্যবহার করতে পারেন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।  

মধু-মিশ্রিত নাইট সিরাম: ত্বকের আদ্রতা বাড়াতে রাতে ঘুমানোর আগে সিরামের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে নিন। এতে ত্বক মসৃণ ও সুন্দর দেখাবে।  

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ