• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন অবৈধ হস্তক্ষেপ আমলে না নেয়ার নির্দেশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে এমন যেকোনো অবৈধ হস্তক্ষেপকে আমলে না নেয়ার জন্য ডিসিদের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। বুধবার (১৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের শেষ অধিবেশনে এ নির্দেশনা প্রদান করেন তিনি।

অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

 

রেজাউল করিম বলেন, ‘জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা আমাদের গ্রাস রুটের সবচেয়ে দায়িত্বশীল কর্মকর্তা। সরকারের বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’

‘এক্ষেত্রে তাদের কাছে আমাদের নির্দেশনা এই যে, আমাদের যেসব রাজনৈতিক অঙ্গীকার ছিল- অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা; এগুলো নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। ইভটিজিং, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করবেন। পাশাপাশি উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয় এমন যেকোনো হস্তক্ষেপকে তারা এড়িয়ে চলবেন।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে যদি কোনো সমস্যার মুখোমুখি হন, কোনো অবৈধ প্রভাবের মুখোমুখি হন, সে বিষয়গুলো ডিসিরা আমাদের জানাবেন। আমরা তাদের সহায়তা করব। আমাদের ডিসিশন টোটালি গণমুখী ও গুড গভার্নেন্স সৃষ্টির জন্য। সরকারের মাঠপর্যায়ের কর্মকর্তাদের কর্মতৎপরতা আরও বাড়াতে বলেছি। তাদের আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য অনুরোধ করেছি।’

ডিসিরা কোনো সমস্যার কথা বলেছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘তারা কিছু আকাঙ্ক্ষার কথা বলেছেন। যেমন- কোথাও কোথাও বিল্ডিং নির্মাণের কথা, কোথাও সার্কিট হাউজ নির্মাণের কথা বলেছেন। তাদের কর্মের পরিধি আরও বিস্তৃতির কথাও বলেছেন। সকল বিষয়েই আমরা সংবেদনশীল এবং সহানুভূতির সঙ্গে গ্রহণ করেছি। যেসব সমস্যা সমাধান করা সম্ভব সেগুলো সমাধান করা হবে বলে তাদেরকে আশ্বস্ত করেছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ