• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

তিন বিভাগে পেট্রোলপাম্পে ধর্মঘট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০১৯  

১৫ দফা দাবিতে রাজশাহীসহ দেশের তিন বিভাগের সব পেট্রোলপাম্পে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৬টা থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। একইসঙ্গে ডিপো থেকে উত্তোলন এবং পরিবহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে, পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের একাংশ এবং ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয়। তেল বিক্রির কমিশন বৃদ্ধি, পেট্রোলপাম্প-সংলগ্ন জমির ইজারা বাতিলসহ ১৫ দফা বাস্তবায়নে এ আন্দোলন চলছে খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায়।
এ দাবি মেনে নিতে সরকারকে ৩০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিলো। তবে ১৫ই ডিসেম্বর আলোচনার প্রস্তাব দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ