• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সুপ্রিম কোর্ট দিবস ১৮ ডিসেম্বর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৯  

আগামী ১৮ ডিসেম্বর মঙ্গলবার তৃতীয় বারের মতো পালিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’।

সোমবার সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান জানান, সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে ১৮ ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে এ আলোচনা সভায় উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক।

২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথম উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ