• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

১৭ ডিসেম্বর ১৯৭১, শত্রুমুক্ত হয় ফরিদপুর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

১৯৭১ সালের ১৭ ডিসেম্বর শক্রমুক্ত হয় ফরিদপুর জেলা। বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের একদিন পর ফরিদপুর শক্রমুক্ত হয়। পাকিস্তানি বাহিনীর সহযোগী বিহারিরা বাংলাদেশের বিজয় ঘোষিত হবার পরও, পরাজয় স্বীকার না করে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। ফলে ফরিদপুর জেলা মুক্ত হতে একদিন দেরি হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বাংলাদেশের বিজয় অর্জিত হয়। কিন্তু ফরিদপুর জেলার মানুষদের বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য একদিন বেশী অপেক্ষা করতে হয়। ফরিদপুরে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে ১৭ ডিসেম্বর।

১৭ ডিসেম্বর সকালে মুক্তিবাহিনী ফরিদপুরে অবস্থানরত পাকিস্তানী সেনাবাহিনীর ব্রিগ্রেডিয়ার মঞ্জুর জাহানজের আরবার কাছে আত্মসর্পণের জন্য বার্তা পাঠায়। এরপর মিত্র বাহিনীর বাহিনীর অধিনায়ক ব্রিগেডিয়ার ব্রজেন্দ্রনাথ,  স্থানীয় ময়েজ মঞ্জিলে আসার পর পাকিস্তানি বাহিনীর কর্মকর্তারা ভারতীয় অফিসারদের হাতে অস্ত্র তুলে দেন। পরে স্থানীয় মুক্তিযোদ্ধারা সার্কিট হাউসে বাংলাদেশের পতাকা উত্তলন করেন বিজয়ের উল্লাস করেন।

 

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ