• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

সচিবালয়ের পাশে হর্ন বাজালে জরিমানা, কার্যকর আজ থেকে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

বাংলাদেশ সচিবালয়ের চারপাশের এলাকাকে হর্নহীন এলাকা হিসেবে কার্যকর করা হবে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) থেকে।  জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় হর্ন বাজানো যাবে না। এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় হর্ন বাজালে 'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' অনুযায়ী জেল-জরিমানা করা হবে। 

'বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫' অনুযায়ী প্রণীত 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' এর ধারা ৮(২) এ প্রদত্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক একমাস কারাদণ্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ছয় মাস কারাদণ্ডে বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডনীয় হবেন।

সচিবালয়ের আশপাশে চলাচলকারী যানবাহনের চালকদের এসব এলাকায় কোনো প্রকার হর্ন না বাজানোর অনুরোধ করেছে পরিবেশ মন্ত্রণালয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ