• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এশিয়া-ইউরোপ বৈঠক (আসেম) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে তিনি এই সহায়তা চান।মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৬ ডিসেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে আসেম পররাষ্ট্রমন্ত্রীদের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়। স্পেনের রাজা এই সম্মেলনের উদ্বোধন করেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বক্তব্য রাখেন। সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবর্তন চায় বাংলাদেশ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। আসেম সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং অস্ট্রিয়া, পোল্যান্ড, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া তিনি রাশিয়া, স্পেন ও চেক রিপাবলিকের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ