• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাজাকারের তালিকা যাচাইয়ের পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রীর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী রাজাকারের তালিকা প্রকাশের পর সমালোচনা শুরু হওয়ায় তা ‘যথাযথভাবে যাচাই-বাছাইয়ের’ পর পুনরায় প্রকাশের পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংশ্লিষ্টদের এ পরামর্শ দেন তিনি। ‘চলমান দুর্নীতি, মাদক ও মজুদদারের বিরুদ্ধে অভিযানে কৃষক লীগের একাত্মতা’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজাকারের তালিকা নিয়ে একটা প্রশ্ন এসেছে। আমরা প্রাথমিকভাবে দালাল আইনে বিবাদীদের লিস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা উইথড্রগুলোর নোট দিয়েছিলাম। সেটা তালিকায় যথাযথভাবে আসেনি। আশা করি, তারা যথাযথভাবে যাচাই-বাছাই করে তা প্রকাশ করবে।

১৫ ডিসেম্বর রোববার ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এ তালিকা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে, অনেক মুক্তিযোদ্ধার নাম এই তালিকায় থাকায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন সংশ্লিষ্টরা।

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (এনআরসি) নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ১৯৭১ এর পরে কোনো মুসলমান ভারতে যায়নি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স নীতি নিয়েছেন। বাইরের দেশ থেকে আমাদের দেশে মাদক প্রবেশ করছে। আমরা কঠোর থেকে কঠোরতর অবস্থানে যাচ্ছি। আজকে কৃষক লীগ এর বিরুদ্ধে যে শপথ নিয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই।’

তিনি বলেন, ‘শুদ্ধি অভিযান চলছে। অনেকেই মনে করেন, আমরা থেমে গেছি। আমরা আসলে থেমে নেই। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা এই অভিযান চলমান রাখব। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাব।’

কৃষক লীগের নেতৃবৃন্দকে দুর্নীতি, মাদক ও মজুদের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান আলোচনা সভার বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অন্যদের মধ্যে ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ  সাখাওয়াত হোসেন সুইট, আসাদুজ্জামান বিপ্লব প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ