• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গলাচিপায় ২ লক্ষাধিক টাকার সরকারি গাছ কাটার অভিযোগে মামলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯  

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে সরকারি বনাঞ্চলের দুই লক্ষাধিক টাকার ২২টি মেহগনি গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। গত শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত লক্ষাধিক টাকার ৯টি গাছ কেটে অন্যত্র সরিয়ে নেয় এবং লোকজনের উপস্থিতি টের পেয়ে বাকি গাছ কেটে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম খান মঙ্গলবার গলাচিপা থানায় মামলা দায়ের করেছেন। 

এলাকাবাসী জানায়, উপজেলার ডাকুয়া ইউনিয়নের গলাচিপা-কলাগাছিয়া সংযোগ সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় স্থানীয় সরকার ও প্রকৌশল দপ্তরের সহযোগিতায় ডাকুয়া ইউনিয়নের তেতুলতলা বাজারের দক্ষিণ পাশ থেকে পশ্চিমপাড় ডাকুয়া ব্রিজ বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটায় বনায়ন করা হয়। ইতিমধ্যে গাছগুলো বড় হয়ে সড়কের দুই পাশ দৃষ্টিনন্দন সবুজের সমারোহ এবং সুনির্মল পরিবেশের আবহ তৈরি করেছে। 

ডাকুয়া ইউনিয়ন পরিষেদের চেয়ারম্যান বদরুল ইসলাম খান জানান, গাছ ব্যাবসায়ী জয়নালসহ ১৩/১৪ জন দলবদ্ধ হয়ে পরস্পর যোগসাজশে শনিবার রাতে ও রবিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত তেতুলতলা বাজারের দক্ষিণ পাশের সড়কের উপরের সরকারিভাবে সৃজিত ২২টি মেহগনি গাছ কাটে। তিনি খবর শুনে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই তারা পালিয়ে যায়। তারা ৯টি গাছ কেটে নিয়ে যায় যার মূল্য ১ লাখ ৮ হাজার টাকা।  বাকি ৮ টি গাছ কেটে ফেলে যায়। এছাড়া আরও ৫টি গাছের গোড়া কেটে ৪ হাজার টাকার ক্ষতি সাধন করে। 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ জানান, ডাকুয়ায় রাস্তার সৃজিত বনাঞ্চলের গাছ কাটার ঘটনায় মামলা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাচ্ছে না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ