• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

উত্তরবঙ্গে হিমেল হাওয়ায় কমছে তাপমাত্রা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

প্রকৃতিতে শীতল পরশ নিয়ে এসেছে পৌষ। বাতাসে কমে গেছে আর্দ্রতা। হিম হিম গন্ধে ভেজা চারপাশ। নানা রঙের ফুল, ফসলের সমারোহ আর নতুন ধানের পিঠা-পুলিতে উৎসবের ছোঁয়া লেগেছে গ্রামীণ জনপদে। তবে শীতের এই সময় কিছুটা রুক্ষ্ম হয়ে উঠে পরিবেশ। তাই বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের।

কুয়াশার চাদরে মোড়া ভোর, ঘাসের ওপর শিশিরবিন্দু আর আড়মোড়া ভাঙা সূর্যের সোনালী আভা জানান দেয় প্রকৃতিতে পৌষের আনাগোনা। শীত মানেই গ্রাম বাংলার বাহারি আচার। নতুন ধানের পিঠা-পুলি, ঘরে ঘরে উৎসবের আমেজ। মাঠে মাঠে ফসলের হাসি। যদিও উত্তরবঙ্গের জাঁকিয়ে বসা ঠাণ্ডায় খানিকটা ছন্দপতন জীবনযাপনে। বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ একেএম শাহেদুজ্জামান বলেন, শীতের প্রকোপ ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে অ্যাজমা রোগীদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এসব ছাপিয়ে কিছুটা হলেও স্বস্তি দেয় প্রকৃতির সৌন্দর্য্য। পরিবেশবিদদের মতে, নানা কারণে ঐতিহ্য হারাচ্ছে ষড়ঋতু।

পরিবেশবিদ মহুয়া শবনম বলেন, পরিবেশগত বিপর্যয়ের কারণে ঋতুচক্রের উপর বিরুপ প্রভাব পড়ছে।

ক্লান্ত পাখিদের নীড়ে ফেরা আর পশ্চিমাকাশে সূর্যাস্তে দিনের বিদায়ে অপেক্ষা আরেকটি নতুন সূর্যের।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ