• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

চলন্ত ট্রেনে আবারো পাথর নিক্ষেপ, শিশুসহ আহত ২

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৯  

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করায় জানালার কাচ ভেঙে শিশুসহ দুই যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৭টায় উপজেলার মশাখালী এলাকায় ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে।

যাত্রীরা জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথে বুধবার রাত সোয়া ৭টার দিকে ঢাকাগামী আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন মশাখালী রেলওয়ে স্টেশন অতিক্রমের পূর্ব মুহূর্তে দুর্বৃত্তরা সিমেন্ট-বালুর জমাট বাঁধা প্রায় আধা কেজি ওজনের একটি পাথর 'ট' বগির জানালায় নিক্ষেপ করে। এতে জানালার কাচ ভেঙে পাশের আসনে থাকা এক যাত্রীর দাঁতে লেগে প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় কাচের টুকরো লেগে ওই যাত্রীর শিশুপুত্র জখম হয়। এ সময় কামরার ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে যাত্রীরা কামরার সব জানালা বন্ধ করে দেন। খবর পেয়ে ট্রেনের ভেতর দায়িত্বরত রেল কর্মকর্তারা এসে আহতদের সান্ত্বনা দেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। 

ঢাকা তেজগাঁও কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও ওই কামরার যাত্রী ফিরোজ আশরাফ শান্ত বলেন, 'ঘটনার পরপরই পুরো কামরায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিক্ষেপ করা পাথরটি বেশ বড় ছিল। শিশুদের গায়ে লাগলে বড় ক্ষতি হয়ে যেত। পরে আহত যাত্রীরা বিমান বন্দর স্টেশনে নেমে যান।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ হিরো ছুটিতে থাকায় দায়িত্ব পালন করছেন এএসআই আবুল হাসেম। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, 'ঘটনাটি আমাকে কেউ জানায়নি। তবে আপনার কাছে যেহেতু শুনেছি অবশ্যই খোঁজ নিয়ে দেখবো।' 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ