• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

৯ ঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৯  

ঘন কুয়াশার কারণে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। এই দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে পাঁচ শতাধিক বাস, ট্রাকসহ ছোট যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশার চাদকে ঢাকতে থাকে পদ্মা নদী। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১০টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে চারটি ফেরি।

তিনি আরও জানান, রাতভর ফেরি চলাচল বন্ধ থাকার পর শুক্রবার সকাল  ৮টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে গেলে  ফেরি পারাপার স্বাভাবিক হয়। পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীবাহী বাস, ট্রাক, মাইক্রোবাস-প্রাইভেটকারসহ পাঁচ শতাধিক যানবাহন ধীরে ধীরে নদী পার হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ