• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শীতে মৌলভীবাজারে ৫ বৃদ্ধের মৃত্যু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯  

শৈতপ্রবাহে মৌলভীবাজারের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় দুই দিনে কমলগঞ্জ উপজেলায় পাঁচ বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলার শমশেরনগর ইউনিয়নের চা বাগানের নারী শ্রমিকসহ চার বৃদ্ধের মৃত্যু হয়। এছাড়া আলীনগর ইউনিয়নের কামুদপুর আশ্রায়ন প্রকল্পের এক বৃদ্ধ মারা যায়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, ঠান্ডাজনিত রোগে দুই দিনে কমলগঞ্জে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

কুয়াশা ও মৃদু বাতাসে প্রচণ্ড ঠান্ডায় গরম কাপড়ের অভাবে চা শ্রমিক ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছে। খড়খুটো জ্বালিয়ে তারা শীত নিবারণের চেষ্টা করছে। শীতে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগের সংক্রমণ বেড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড ঠান্ডায় শুক্রবার বিকেলে শমশেরনগর ইউনিয়নের ফাঁড়ি ডবলছড়া চা বাগানের সুবল চাষার ছেলে রাখাল চাষা (৪৬), আপ্পালু কূর্মীর স্ত্রী দাঙ্গামা কূর্মী (৬০) মারা যায়। শনিবার সকাল ১০টার দিকে ডবলছড়া বাগানের রাজেন্দ্র তুলিয়ার স্ত্রী বুলেশ্বরী তুলিয়া (৬০) এবং সকাল ১১টার দিকে কানিহাটি চা বাগানের মিরা বীনের ছেলে হরিয়া বীন (৬০) মারা যায়।

শনিবার আলীনগর ইউনিয়নের কামুদপুর আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা আঞ্জব আলী (৬৫) ঠান্ডায় অসুস্থ হয়ে মারা যায়।

শমসেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য সীতারাম বীন চার জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচণ্ড ঠান্ডায় বয়োবৃদ্ধ এসব লোকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, চা শ্রমিকদের শীতবস্ত্রের অভাব রয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। নিম্নআয়ের মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ