• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

২৩ ডিসেম্বর ১৯৭১ সরকারী কর্মচারীদের প্রতি তাজউদ্দীন আহমদ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ সচিবালয়ে সরকারী কর্মচারীদের উদ্দেশে বলেছেন যে, বঙ্গবন্ধু তার সোনার বাংলার যে রূপরেখা তৈরি করে রেখেছিলেন বৈপ্লবিক দৃষ্টি ভঙ্গী ও নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে ঠিক সেভাবে দেশকে গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করার জন্য সরকারী কর্মচারীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ। তিনি বলেন বাংলাদেশের কর্মচারীদের কর্মতৎপরতায় লাল ফিতার স্থান নেই। যারা স্বেচ্ছায় প্রত্যক্ষভাবে দখলদার বাহিনীকে গণহত্যা পরিচালনায় সহায়তা করেছে তাদের কখনো ক্ষমা করা হবে না অন্যান্য যুদ্ধবন্দীদের ন্যায় তাদেরও বিচার করা হবে।

তিনি আরো বলেন, অন্যায় ভাবে কাউকে শাস্তি প্রদান করা হবে না। তিনি বলেন ৯ মাসের ক্ষতি ২ মাসে পুরন করতে হবে। অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য তিনি সকলকে অক্লান্ত পরিশ্রম করার আহবান জানান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ