• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ঝালকাঠিতে চলছে উচ্ছেদ অভিযান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

ঝালকাঠিতে পেয়ারার রাজ্যখ্যাত সদর উপজেলার বাউকাঠি থেকে ভিমরুলী বাজার পর্যন্ত চার কিলোমিটার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকালে জেলা প্রশাসক মো. জোরহ আলীর নেতৃত্বে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় খালের দুইপাশে অবৈধভাবে গড়ে তোলা ১৫টি বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। 

এর আগে পানি উন্নয়ন বোর্ড অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ প্রদান করেছিল। এর পরেও যারা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি, তাদের বসতঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। ছোট নদী, খাল এবং জলাশয়ে পানিপ্রবাহ সচল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ