• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

স্বাভাবিক হচ্ছে সারাদেশের তাপমাত্রা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯  

টানা পাঁচ দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীসহ সারাদেশের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আসছে দুই তিন দিন শীতের স্বাভাবিক তাপমাত্রা গড়ে সর্বনিম্ন ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে ২৬ ও ২৭ ডিসেম্বর হালকা বৃষ্টিপাত হলেও আকাশ পরিষ্কার হয়ে গেলে তাপমাত্রা আবার স্বাভাবিক হয়ে আসবে। কিন্তু আগামী মাসের শুরুতে আরও একটি মৃদু শৈত্য প্রবাহ রাজধানীসহ সারাদেশে বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গত কয়েকদিন পর রাজধানীতে আজ রোদের দেখা মিলেছে। গোমড়া মুখো আকাশ তার সব মান অভিমান ভুলে সকাল থেকে সূর্যের আলো ছড়াচ্ছে। আজ রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। যেটিকে শীতের স্বাভাবিক তাপমাত্রা বলছে আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিনের পর রৌদ্রের দেখা পাওয়ায় রাজধানীর রাস্তায় মানুষের পদচারণা বেড়েছে। আর খেটে খাওয়া মানুষজনও গত কয়েকদিনের ক্ষতি পুষিয়ে নিতে সকাল থেকেও কর্মময় সময় পার করছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ