• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শ্রীমঙ্গলে ট্রেনে পাথর নিক্ষেপ, শিশু আহত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারাবত ট্রেনে দুর্বৃত্ততের ছোড়া পাথরে আফরিদা জাহান রুহি নামের দুই বছরের এক শিশু আহত হয়েছে। তার পিতা মো. রাসেল আহম্মেদ বলেন, তাদের বাসা সিলেটের জিন্দাবাজারে। আজ (শনিবার) ভোরে পারাবত ট্রেন যোগে তিনি পরিবার নিয়ে সিলেট যাচ্ছিলেন। ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁত্ত স্টেশন ছাড়ার পর বাইরে থেকে একটি ঢিল এসে পড়ে তার মেয়ের উপর । এতে সে আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তিনি ওই ট্রেনের 'ঠ' বগির ১১-১২ নম্বর সিটে বসা ছিলেন। পরে তিনি শ্রীমঙ্গল স্টেশনে নেমে মেয়েকে হাসপাতালে নিয়ে যান। 

কর্তব্যরত চিকিৎসক ডা. ফাজানা হক বলেন, ‘শিশুটি ঘাড়ে আঘাত পেয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। কিন্তু পরে বমি শুরু করায় শিশুটিকে মৌলভীবাজারে রেফার্ড করা হয়েছে।’ শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। ট্রেনে পাথর নিক্ষেপসহ সব ধরনের অপরাধ নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মিটিং করেছি। এ সব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ