• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শাহ আমানতে ৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৩৮২ কার্টন বিদেশী সিগারেট জব্দ করেছে গোয়েন্দা সংস্থা। এসব সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানান সংশ্লিষ্টরা। 

গতকাল শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দুবাইয়ের শারজাহ থেকে আসা আমিনুল হক নামের এক যাত্রীর কাছ থেকে ২৬২ কার্টন সিগারেট জব্দ করা হয়। তিনি এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে শারজাহ থেকে শাহ আমানতে বিমানবন্দরে আসেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়।

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), কাস্টমস ও শুল্ক গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এ অভিযান চালায় বলে জানান সংস্থার কর্মকর্তারা। কাস্টমস সূত্র জানায়, হাটহাজারীর আমিনুল হক সালাম এয়ার এরাবিয়ার জি-৯-৫২৩ ফ্লাইটে শুক্রবার রাত পৌনে ৯টায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আসেন। এসময় তার ব্যাগেজ তল্লাশি করে ২শ ৬২ কার্টন সিগারেট পাওয়া যায়। এর আগে বেলা ২টার দিকে মোহাম্মদ শফি উল্লাহ সালাম নামের অপর এক যাত্রীর কাছ থেকে ১২০ কার্টন সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। তিনি মাসকাট থেকে শাহ আমানতে আসেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ