• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

প্রগতি লেখক সংঘের সম্মেলন ১৫ মার্চ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০১৯  

বাংলাদেশ প্রগতি লেখক সংঘের তৃতীয় জাতীয় সম্মেলন ১৫ মার্চ অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিভিন্ন দেশের প্রগতিশীল লেখকরা উপস্থিত থাকবেন। প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

শুক্রবার পুরানা পল্টনস্থ মুক্তিভবনের সোমেন-তাজুল পাঠাগারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি সাখাওয়াত টিপু।

কেন্দ্রীয় কমিটির সভার প্রথমে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। এরপরে সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি সাখাওয়াত টিপু এবং সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন সাংগঠনিক সম্পাদক প্রশান্ত মণ্ডল। রিপোর্টের উপর আলোচনা করেন, অধ্যাপক মতলুব আলী, অধ্যাপক এম এ আজিজ, সিদ্দিক আহমেদ, জাকির হোসেন, দীপংকর গৌতম, সুদীপ্ত হান্নান, হাবীব ইমন, মাহবুবুল হক, মীর মোশাররফ হোসেন, আনোয়ার কামাল, অধ্যাপক শ্যামল কুমার সরকার, শহীদুল হক সুমন, সুভাষ চন্দ, নাজির হোসেন, শেখ ফরিদ প্রমুখ।

সম্মেলন সফল করতে কেন্দ্রীয় কমিটির সভা হতে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সব মেয়াদোত্তীর্ণ জেলা কমিটির সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়। সম্মেলন উপলক্ষে কথাসাহিত্যিক শামসুজ্জামান হীরাকে চেয়ারম্যান, অধ্যাপক মতলুব আলীকে কো-চেয়ারম্যান ও অভিনু কিবরিয়া ইসলামকে আহ্বায়ক করে ১০১ সদস্যবিশিষ্ট প্রস্তুতি পরিষদ গঠন করা হয়। প্রস্তুতি কমিটিতে বিভিন্ন উপপরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন, প্রশান্ত কুমার মণ্ডল (সাংগঠনিক), হাবীব ইমন (অর্থ), মাহবুবুল হক (দফতর), মীর মোশাররফ হোসেন (প্রচার), দীপংকর গৌতম (প্রকাশনা), আনোয়ার কামাল (আপ্যায়ন ও ব্যবস্থাপনা), জাহিদ বিন মতিন (আন্তর্জাতিক), রহমান মুফিজ (সাজসজ্জা ও র্যালী)। প্রস্তুতি পরিষদের সদস্য হিসেবে থাকবেন কবি গোলাম কিবরিয়া পিনু, কবি সাখাওয়াত টিপু, অধ্যাপক রতন সিদ্দিকী, অধ্যাপক এম এ আজিজ, সিদ্দিক আহমেদ, জাকির হোসেন প্রমুখ।

১৫ ফেব্রুয়ারি সম্মেলন প্রস্তুতি পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ