• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

২-৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে: কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

চকবাজারের চুড়িহাট্টায় আগুনের ঘটনায় গঠিত তিনটি তদন্ত কমিটির প্রতিবেদন আগামী ২-৩ দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এ ঘটনার তদন্ত প্রতিবেদন খুব সতর্কতার সঙ্গে দেখা হবে। রিপোর্টগুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রাথমিকভাবে তিনটি বিষয়কে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। এগুলো হচ্ছে—লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা এবং এখনও যারা নিখোঁজ রয়েছেন তাদের শনাক্ত করা ও ডিএনএ নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে।’ শুধু চকবাজার থেকে নাকি পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে চকবাজার এলাকা থেকে সরানো হবে। পর্যায়ক্রমে তালিকা তৈরি করে পুরো পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানো হবে।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ