• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯  

 সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী (এনএভিডিইএক্স)’ এবং ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স) ও সম্মেলনে’ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) তিনি দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ, ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান। 

আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান এনএভিডিইএক্স এবং আইডিইএক্স উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া সমরাস্ত্র প্রদর্শনীতে আসা বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলসমূহ পরিদর্শন করেন। পাশাপাশি প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ধলেশ্বরী পরিদর্শন করেন। 

নৌপ্রধানের সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। 

নৌবাহিনী প্রধান গত ১৫ ফেব্রুয়ারি আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ