• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিশুশ্রম নিরসনে এনজিওগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনতে শিশুশ্রম নিরসন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। রোববার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসনে কাজ পাওয়া ১১২টি এনজিও’র সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো.আকতারুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এনজিওগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জানা গেছে, শুরু হতে যাওয়া শিশুশ্রম নিরসন প্রকল্পে চতুর্থ পর্যায়ে ২৮৪ কোটি টাকা ব্যয়ে এক লাখ শিশুকে ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে আনা হবে। এক বছর মেয়াদি প্রকল্পে শিশুশ্রমে নিয়োজিত এক লাখ শিশুকে অনানুষ্ঠানিক শিক্ষা ও কর্মমুখী শিক্ষা দেওয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ