• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

এক রাতেই ৫ হাজার ৮৩২টি গাছ কর্তন করলো দুর্বৃত্তরা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২২  

নাটোরের বাগাতিপাড়ায় রাতের আঁধারে দুই কৃষকের ড্রাগন ও কলা বাগানের ৫ হাজার ৮৩২টি গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। বৃহস্পতিবার রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারি গ্রামে নদীর ধারে ৯ বিঘা জমির এ গাছ কর্তনের ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা যায়, পার্শ্ববর্তী চারঘাট উপজেলার রবিউল ইসলাম বাটিকামারি এলাকায় বড়াল নদীর ধারে ৪ বিঘা জমি লিজ নিয়ে ৮’শ ৩২টি কলাগাছ রোপণ করেন। এক মাস পর কলা বাগান থেকে কলা বাজারজাত করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে কলার গাছ কেটে বিনষ্ট করে ৬ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

একই মাঠে বাঘা উপজলার রেজাউল করিম ৫ বিঘা জমি লিজ নিয়ে ৫ হাজার ড্রাগন গাছ লাগান। ওই রাতে সেই ড্রাগন বাগানের সব গাছ কেটে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাগান মালিকরা।

বাগাতিপাড়া ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই কাজে জড়িতদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ