• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

দুই ইলিশের দাম ৭ হাজার ৯০০

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ মে ২০২২  

ভোলার লালমোহন উপজেলা মাছের আড়তে দুইটি ইলিশ ৭ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হয়। ইলিশ দুটির ওজন হয়েছে ৫ কেজি। গতকাল বুধবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল মৎস্যঘাটে এ ইলিশ দুটি ডাকে বিক্রি করা হয়। লালমোহন উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে রাজা ইলিশ।

এর আগে ওই এলাকার জেলে গিয়াস উদ্দিন মাঝির নৌকায় মাছ দুটি ধরা পড়ে। একেকটির ওজনে আড়াই কেজি করেউ এটি এ মৌসুমের সবচেয়ে বড় ইলিশ বলে দাবি জেলেদের।

গিয়াস উদ্দিন মাঝি জানান, দুপুর ১২টার দিকে লালমোহনের বাতির খাল থেকে ১১ জন জেলে নিয়ে মাছ শিকারে যান তারা। বিকেল ৪টা পর্যন্ত নদীতে জাল ফেলে দুটি আড়াই কেজি ওজনের রাজা ইলিশসহ প্রায় ২০টি ইলিশ পেয়েছেন। এসব মাছের মূল্য প্রায় ১০ হাজার টাকা হবে। এতো বড় মাছ এর আগে তাদের জালে ধরা পড়েনি। ইলিশ দুটি আড়তে নিয়ে ৭ হাজার ৯০০ টাকা বিক্রি করা হয়।

ওই ঘাটের আড়ৎদার মো. শাহিন জানান, গত ২-৩ দিন ধরে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। তবে এ দুটি মাছ অন্যগুলোর তুলনায় কিছুটা বড় ছিলে

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ