• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভাসানচরে রোহিঙ্গাদের সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৫ আগস্ট ২০২২  

নোয়াখালী ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে তিনি ভাসানচরে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ভাসানচর আগমন উপলক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকালে সেখানে অবস্থানরত রোহিঙ্গাদের খোঁজখবর নেন। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন পোশাকের উদ্বোধন ও তাদের ড্রোনিং সিস্টেম চালু করেন।

এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) বলেন,মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থারাও তৎপর রয়েছে। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ