• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে অবৈধ ব্যাটারী চালিত রিকশা বন্ধে পুলিশের অভিযান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ জুন ২০২১  

গোপালগঞ্জে চলাচলকারী ব্যাটারী চালিত অবৈধ লাইসেন্স বিহীন রিকশা, অটো রিক্সা বন্ধ করতে অভিযান শুরু করেছে জেলা পুলিশ। সরকারি নিষেধাজ্ঞার প্রেক্ষিতে আইন শৃঙ্খলা জোরদারকরণ ও সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনে কঠোর অবস্থান গ্রহণ করেছে গোপালগঞ্জের পুলিশবাহিনী। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক, বেতগ্রাম মোড়, পোষ্ট অফিস মোড়, এলজিইডি মোড়, পাচুড়িয়া পুলিশ ডর্মিটরি সহ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অভিযান চালায় পুলিশ।
গোপালগঞ্জের বঙ্গবন্ধু সড়কে যানবাহনের নেই কোন শৃঙ্খলা। এলোমেলো ভাবে চলছে যানবাহন, ইজি বাইক, মাহেন্দ্র, নসিমন, ব্যাটারীচালিত রিকশা। সড়কটি পুরোটাই দখল করে নিয়েছে মোটরচালিত রিকশা, ইজিবাইক ও মাহেন্দ্র । সকাল ৮ থেকে সন্ধ্যা পর্যন্ত বিশৃঙ্খল ভাবে চলছে। ইজিবাইক ও মাহেন্দ্রর চালক যারা তাদের নেই লাইসেন্স ও ট্রাফিক আইন সম্পর্কে কোন ধারনা। যার কারনে ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে। মাহেন্দ্র, ইজিবাইক, ব্যাটারী চালিত রিক্সা রাস্তার মাঝখানে দাড়িয়ে যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে।
সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক-মহাসড়কে দূর্ঘটনা রোধ, শৃংখলা ফিরিয়ে আনা, ফিটনেস বিহীন ও অবৈধ মোটর যানচলাচল রোধে এ পদক্ষেপ গ্রহন করেছে জেলা পুলিশ। পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে, সবাইকে আইন মেনে চলতে হবে। চালকদের সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। নতুবা কোন দূর্ঘটনাই রোধ করা যাবে না। আর এতে প্রাণ হানির ঘটনা ঘটতেই থাকবে। এছাড়া লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ