• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

গোপালগঞ্জে শিল্পকলা একাডেমির সম্মাননা পদক প্রদান

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৩  

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার রাতে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পর্ষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী নাইম খান জিমি,জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ , সম্মাননা প্রাপ্ত নাট্যকার মঈন আহমেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম নাট্যকলায়  মঈন আহমেদ, আবৃত্তিতে মাহবুব হাসান বাবর, যন্ত্রসঙ্গীতে আশুতোষ বালা, সংগীতে মীরা বিশ্বাস ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন গোপালগঞ্জ থিয়েটারের প্রধানের হাতে সম্মাননা পদক, নগদ অর্থ, উত্তরীয় ও সনদপত্র তুলে দেন। পরে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ