• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুতএগিয়ে চলছে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪  

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত এগিয়ে চলছে।  
১৭৯ কোটি ৬৯ লাখ  টাকা ব্যয়ে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গোপালগঞ্জ সদর উপজলোর ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া উপজেলার মল্লিকের মাঠ পর্যন্ত প্রায় সাড়ে ৭ কিলো মিটার দীর্ঘ এ সড়ক ৭৬ ফিট প্রশস্ত করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় তিনটি ব্রিজ ও দুইটি কালভার্ট সম্প্রসারণ করা হচ্ছে।
ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড অ্যান্ড হোসেন টেকনো নামে ঠিাকাদারী প্রতিষ্ঠান এ সড়কের নির্মাণ কাজ করছে।
গতবছর বছরের ৮ আগস্ট এ সড়কের কাজ শুরু হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর সড়কটির নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে গোপালগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর অফিস সূত্রে জানাগেছে ।
গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ ও পাটাগাতী শেখ লুৎফর রহমান সেতুর এপ্রোচ রোড সড়ক প্রকল্পের আওতায় ১ নং প্যাকেজে  সাড়ে ৭ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত এগিয়ে চলছে বলে সড়ক ও জনপথ অধিদপ্তরের গোপালগঞ্জ  সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম  জানিয়েছেন। বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
ওই কর্মকর্তা জানান, সড়কের সোলডার নির্মাণ শেষে মাটি ও বালু ভরাটের কাজ প্রায় শেষের পথে। এছাড়া ব্রিজ কালর্ভাটগুলো প্রশস্ত করণের কাজও এগিয়ে চলছে সমান তালে। এই সড়কের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ওই কর্মকর্তা।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ