• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

টুঙ্গিপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪  

“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” প্রতিপাদ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বজ্রকণ্ঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইনুল হক। 

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার খান এহসানুল আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে উপজেলা পরিষদের সামনে ফায়ার সার্ভিসের ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সেখান থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ