• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

নির্বাচন পর্যবেক্ষণে কলিমুল্লাহ ও জানিপপ নিয়ে বিএনপির আপত্তি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.
নাজমুল আহসান কলিমুল্লাহ ওপর্যবেক্ষক সংস্থা জাতীয় পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ)
ও তার চেয়ারম্যানকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।
শনিবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিটি ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিইসির সাথে দেখা করে পৌছেদেন। সিইসির সাথে বৈঠক শেষে বের হয়ে
সাংবদিকদের একথা জানান ব্যারিস্টার মওদুদআহমদ।
তিনি জানান, সিইসিকে দেয়া ওই চিঠিতে বলা হয়,
জানিপপের চেয়ারম্যান বর্তমানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি গত রংপুর সিটি নির্বাচনের সময় এক আওয়ামীলীগ নেতার পক্ষে প্রচার না চালান। এছাড়া বিভিন্ন টকশোতে আওয়ামীলীগের পক্ষে বক্তব্য দিয়ে
থাকেন। তিনি আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের ভাগনে।
চিঠিতে আর ও বলাহয়,
একটি বিশেষ রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর পক্ষে প্রচার নাচালিয়ে তিনি তার নিরপেক্ষতা ভঙ্গ করেছেন। ফলে
নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থেকে তাকে ও তার সংস্থা জানিপপকে দায়িত্ব না দেয়ার দাবি জানানো হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন স্থায়ীকমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস,
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিজনকান্তি সরকার প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ