• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শরিকদের আসন আর বাড়বে না: ওবায়দুল কাদের

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩  

১৪ দলের শরিকদের যে আসন দেওয়া হয়েছে এর চেয়ে বেশি আর দেওয়া হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘শরিকদের মধ্যে যারা আসন পেয়েছে তারা নৌকা প্রতীক নির্বাচন করবে। জাতীয় পার্টি তাদের দলীয় প্রতীকে নির্বাচন করবে।’

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যেসব জায়গায় স্বতন্ত্র প্রার্থী আছে থাকবে, তারা যদি নির্বাচনে জনগণের ভোটে পাস করে করবে। তাতে আমাদের কোনো সমস্যা নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিশৃঙ্খলার আশঙ্কা। অন্যদিকে ভয়ংকরভাবে গুজব ছড়াচ্ছে।’ ‘বিএনপি নির্বাচনে না গিয়ে দেশের মধ্যে আগুন সন্ত্রাস করছে। তারা বিশৃঙ্খলা করে নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়।’ বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনে বাধাগ্রস্ত করতে অস্ত্র সংগ্রহ করেছে বিএনপি। নির্বাচন যতই ঘনিয়ে আসছে তারা নাশকতা করতে প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে তথ্য আছে, বিএনপি অস্ত্র সংগ্রহ করেছে। নির্বাচনে তারা অস্ত্রের মহড়া দেবে। আমাদের কাছে যেমন তথ্য আছে তেমনি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এই তথ্য আছে।’

‘এই নির্বাচন বানরের পিঠা ভাগাভাগি’- বিএনপি নেতা মঈন খানের এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ‘আমরা যেকোনো মূল্যে এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ সুন্দর করে রেকর্ড করব। নির্বাচন হলো গণতন্ত্রের প্রাণ। আমরা গণতন্ত্র রক্ষা করতেই সুন্দর একটা নির্বাচন করে রেকর্ড ভাঙব।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে যারাই আচরণবিধি লঙ্ঘন করেছে তারা শোকজ নোটিশ পেয়েছে। এছাড়া যাদের দলীয় মনোনয়ন বাতিল হয়েছে তাদের বিষয়ে আমরা কিছু বলিনি। কারণ নির্বাচন কমিশন স্বাধীন।’

টিআইবি কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘টিআইবি বলছে, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু কেন হবে না? এই নির্বাচনে বিএনপি নেই, কিন্তু ২৮ দল আছে। বিএনপি নেই বলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না কেন? জানি এই প্রশ্নের জবাব তাদের কাছে থেকে পাওয়া যাবে না। তারা (টিআইবি) বিএনপির ভাবাদর্শ মতাদর্শ হয়েই এটা বলছে। তারা জেনেশুনেই এটা বলছে। তারা চোখ থাকিতে অন্ধ।’

‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বুঝায়’-তা টিআইবির কাছে জানতে চেয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটার অর্থ কী? টিআইবি কি বিএনপির শাখা, তারা একই সুরে কথা বলছে?

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ